terms of the world introduction

"Terms of the world"
পৃথিবীটাকে আল্লাহতালা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। যা আমাদের চিন্তা চেতনার অনেক ঊর্ধ্বে। কেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কি তার উদ্দেশ্য, কেনইবা আমাদের কে সৃষ্টি করলেন। আমাদের আগে তো পৃথিবীতে অনেক জাতি কে আল্লাহতালা সৃষ্টি করেছিলেন। কখন সৃষ্টি হয়েছিলো পৃথিবীটা ! তার সঠিক আমাদের জানা নাই।



তবে কোরআন হাদিসের আলোকে যতটুকু জানতে পেরেছি তা খুবই অসাধারণ।
পৃথিবীর শুরুটা ছিল একেবারে প্রাকৃতিক মাটি পানি কাদামাটি সবুজ গাছপালা। এবং তার সাথে সৃষ্টি করেছিলেন 18 হাজার (মাখলুকাত)
প্রাণী বা জীব। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে লক্ষ কোটি বছর শাসন করেছিল ডাইনোসর। তারাও পৃথিবীতে অনেক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেছিল। অতঃপর যিনি পৃথিবীর মালিক তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।
যিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন তিনি খুবই ক্ষমতা সম্পন্ন একজন। ক্ষমতার অহংকার একমাত্র উনাকেই মানায়। তিনি সবকিছু পরিচালনা করেন এবং সবাইকে নির্দিষ্ট একটি শর্তসাপেক্ষে পৃথিবীতে পাঠান। উনার শর্ত টা খুবই সাধারণ আমি তোমাদেরকে তৈরি করেছি সুতরাং আমাকে মানতে হবে। তোমারা যদি আমার নির্ধারিত শর্তের বাইরে চলে যাও তবে তোমাদের  আমি ধ্বংস করে দেবো।

আমি সৃষ্টি করেছি পৃথিবীটাকে। পৃথিবীর মতো হাজার লক্ষ কোটি গ্রহ উপগ্রহ নক্ষত্র আমার সৃষ্টি করা আছে। তারা সবই নির্দিষ্ট একটি রেখার উপর আবর্তন করে। এক চুল পরিমাণ সীমালংঘন করে না।

মহান আল্লাহ তায়ালা একমাত্র পৃথিবীটাকে প্রাণীকুল বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছেন আর যত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে
সেখানে কোনো অক্সিজেন নেই। তাই প্রাণীকুল বসবাস করার অনুপযগী। পৃথিবীটা খুবই ছোট একটি গ্রহ খুবই সাধারন। তবে খুবই সুন্দর 

Post a Comment

0 Comments